“অন্বেষণ” আমাদের ত্রৈমাসিক ম্যাগাজিন। তিন মাস পর পর প্রকাশ পাওয়া ম্যাগাজিনটি সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সৃষ্টিশীল শিল্পের অন্বেষণ করে। সেটি হতে পারে তার মৌলিক কোনো গল্প, উপন্যাস, কবিতা কিংবা সাহিত্যের বিশাল সমুদ্রের অন্য কোনো প্রাণ। হতে পারে আর্ট, পেইন্টিং, কিংবা আলোকচিত্র। হতে পারে বুক রিভিউ, স্পোর্টস এনালাইসিস এবং বিখ্যাত মনীষীদের জীবনী কিংবা টুকরো কোনো ঘটনার বিবরণ। এমনকি শিক্ষার্থীদের নিজেদের জীবনের উল্লেখযোগ্য কোনো ঘটনা, যা তারা বলতে চায়। “অন্বেষণ”-এর মূল লক্ষ্য শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের বাইরের জ্ঞান ও প্রতিভাকে সকলের মাঝে পরিচয় করিয়ে দেওয়া। “অন্বেষণ” তাদের সৃজনশীল দক্ষতা এবং সাহিত্যের সৌন্দর্য সকলের মাঝে ছড়িয়ে দিতে ভূমিকা পালন করে।
25, Shahid Shangbadik Selina Parveen Sarak, Moghbazar Rd, Dhaka 1217, Bangladesh.
SCWH © 2024 | All Rights Reserved